চট্রগ্রামের সীতাকুণ্ডে সাংবাদিকের গাড়ী গতিরোধ,ব্যবসায়ী আহত,এক সন্ত্রাসী গ্রেফতার ।
শেখ নাদিম চট্রগ্রাম থেকে
সীতাকুণ্ডে সাংবাদিকের প্রাইভেট কার গতিরোধ করে ড্রাইভারকে মারধর করা অবস্হায় এক ব্যবসায়ী তাকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।
এদিকে আজ রবিবার (৯-আগস্ট) বিকাল সাড়ে ৬টায় পুলিশ ব্যবসায়ীর উপর হামলাকারী এক সন্ত্রাসীকে আটক করেছে।
জানা যায়, সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য ও স্হানীয় সাংবাদিক খায়রুল ইসলামকে বাড়ী থেকে আনার জন্য তার ড্রাইভার হ্নদয় কর্মকার প্রাইভেট কার নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়ানো জনৈক লিয়াকত আলীর গায়ে পানির ছিটকা পড়ে। সাংবাদিককে নিয়ে আসার সময় স্হানীয় সন্ত্রাসী আবু তাহেরের নেতৃত্বে সন্ত্রাসী আবুল কালাম,অানোয়ার ইসলাস, আব্দুর রহমান প্রঃ বাবুল ও নয়ন মিলে রাস্তার উপর কয়েকটি গ্যাস সিল্ডিডার রাস্তার উপর বসিয়ে গাড়ীর গতিরোধ করে। সন্ত্রাসীরা গাড়ীটির গতিরোধ করে ড্রাইভারকে গাড়ী থেকে নামিয়ে এলোপাথারী মারধর শুরু করে। ড্রাইভারকে উদ্ধার করার জন্য স্হানীয় ব্যবসায়ী ও সৈয়দপুর ওয়ার্ড় আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আলম প্রঃ শাহজাহান এগিয়ে আসলে সন্ত্রাসী তাহের,আবু কালাম তাকে হত্যার উদ্দেশ্য গলা চেপে ধরে এবং আনোয়ার ইসলাম চৌকাঠা গাছ দিয়ে এলোপাথারি পিটিয়ে অজ্ঞান করে ফেলে। অন্যান্য সন্ত্রাসীরা ব্যবসায়ীর পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসী আবুল কালাম তার কোমড়ে থাকা এলজি বের করে তাকে হুমকি দেয় মামলা করলে তার পরিবারকে সহ তাকে জানে মেরে ফেলবে।
এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দাযের করা হয়।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লা জানান, একজন আসামীকে গ্রেফতার করা হয় এবং আগামীকাল (সোমবার) তাকে আদালতে চালান করা হবে।